বিনিয়োগ – এর আলোচনায় বাংলাদেশ কর্পোরেট গর্ভনেন্স
কর্পোরেট গভর্নেন্সে স্বচ্ছতা, সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাসহ আরও বিভিন্ন আলোচনা নিয়ে জনপ্রিয় টিভি চ্যালেন এটিএন বাংলায় প্রচারিত হয়েছে -অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ’।
এই পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোহাম্মদআসাদউল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট, চার্টার্ড সেক্রেটারীজ অব অব বাংলাদেশ (আইসিএসবি), নির্বাহী পরিচালক-কর্পোরেট অ্যাফেয়ার্স এবং গ্রুপ কোম্পানি সেক্রেটারি, বেক্সিমকো গ্রুপ, জনাব এমনুরুলআলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (আইসিএসবি), চিফ কর্পোরেট এন্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স, নগদ লিমিটেড এবং জনাব মো. কায়সারহামিদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।
দেশের অর্থনীতি ও শেয়ারবাজার বিষয়ক টক শো ‘বিনিয়োগ’ রবিবার, ২২ জানুয়ারি ২০২৩, সকাল ১১.৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।