Pages Menu
Categories Menu

Posted on Feb 15, 2017 |

মহান একুশে ফেব্রুয়ারী উদযাপনে অংশগ্রহনের আমন্ত্রন

মহান একুশে ফেব্রুয়ারী উদযাপনে অংশগ্রহনের আমন্ত্রন

তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৭

 

সম্মানিত সদস্যবৃন্দ,

 

আসসালামু আলাইকুম,

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা।

মহান একুশে ফেব্রুয়ারি  আমাদের জাতীয় জীবনে গৌরব, আত্মত্যাগ ও চেতনার নাম। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদেরকে–যাদের আত্মত্যাগ ও অকুতোভয় দৃঢ় প্রতিবাদ আমাদের বাংলায় কথা বলতে ও লিখতে পারার অধিকারকে সুরক্ষিত করেছে।

মহান এই দিনটিকে যথাযথ মর্যাদায় উদযাপন করতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘‘ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি, আইসিএসবি’’ আগামী ২১ শে ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ‘‘প্রভাতফেরী’’ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণের আয়োজন করতে যাচ্ছে।

 

উক্ত আয়োজনে উপস্থিত থাকার জন্য ইনস্টিটিউটের সকল সন্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীগণকে ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ  জানাচ্ছি।

 

 

অনুষ্ঠানসূচিঃ               প্রভাতফেরী  ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

 

১। সমবেত হওয়ার সময়ঃ   আইসিএসবি প্রাংগণ – সকাল ৬:৩০ মিনিট।

২। প্রভাতফেরীঃ                আইসিএসবি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা – সকাল ৭:০০ মিনিট।

৩। পুষ্পার্ঘ্য অর্পণঃ             সকাল ৮:০০ মিনিট।

 

 

ধন্যবাদান্তে,

 

সৈয়দ মনিরুজ্জামান, এফসিএস

সভাপতি, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি

আইসিএসবি।